Skip to content

Latest commit

 

History

History
27 lines (19 loc) · 2.01 KB

README.md

File metadata and controls

27 lines (19 loc) · 2.01 KB

জাভাস্ক্রিপ্ট কোর্সের স্যাম্পল প্রোজেক্ট

প্রোজেক্ট চালাতে সিস্টেমে যা যা কাগবে:

  • node.js 10+
  • yarn 1.10+
  • PostgreSQL

যেভাবে প্রোজেক্ট চালাবেন (ডকার ছাড়া):

  • সব ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে
  • টার্মিনাল (বা পাওয়ার শেল) দিয়ে প্রোজেক্ট ফোল্ডারে যেতে হবে
  • প্রোজপক্ট ফোল্ডারে এই কমান্ড: yarn চালিয়ে সব ডিপেন্ডেন্সি ইজনস্ট্ল করে নিতে হবে
  • এরপর প্রোজেক্ট চালানোর জন্য node index.js কমান্ড চালাতে হবে
  • সবকিছু ঠিক থাকলে আপনার এপ্লিকেশন পোর্ট ৩০০০ এ চলতে শুরু করবে

ডকার দিয়ে যেভাবে প্রোজেক্ট চালাবেন

  • ডকার ইনস্টল করে নিতে হবে, সাথে docker-compose ও ইনস্টল করে নিতে হবে
  • টার্মিনাল (বা পাওয়ার শেল) দিয়ে প্রোজেক্ট ফোল্ডারে যেতে হবে
  • docker-compose.example.yml ফাইল কপি করে docker-compose.yml ফাইল তৈরী করতে হবে
  • এরপর docker-compose up -d কমান্ড দিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে
  • সবকিছু ঠিক থাকলে আপনার এপ্লিকেশন পোর্ট ৩০০০ এ চলতে শুরু করবে

কোর্সে এনরোল করতে:

https://go.anam.co/js